26 September 2016

Dempster–Shafer theory

A post is coming on Dempster–Shafer theory. Until then, see the following link to have the basics:

https://en.wikipedia.org/wiki/Dempster%E2%80%93Shafer_theory

15 September 2016

মায়াবিনী বসন্ত কোকিল








সবুজ বন ধরে মনের সীমানা পেরিয়ে
হারাতে হারাতে হঠাৎ দেখি তারে।
সে এক মায়াবিনী বসন্ত কোকিল
ডেকে যায় আম, জাম, কাঁঠালের বনে।

রিনঝিন রিনঝিন বাজে তার নূপুরের ধ্বনী
এ সবুজ বন পথে হেঁটে যায়, কান পেতে শুনি।

হাঁসি তার কলকলে বয়ে চলা আষাঢ়ের নদী
দু’কূল প্লাবিত করে, জাগায় এ উষর ভূমি।
রূপ তার ভরা-পূর্ণিমার চাঁদ
স্নিগ্ধ আভায় দীগন্ত জুড়ায়।
চোখে তার বিদ্যুৎ খেলে, আবেশ করে মন
চেয়ে থাকি, হারাই দিশা, ভুলে যাই ক্ষন।