31 July 2022

Automatic Blocking Offensive Student-feedback

Great to share another media coverage of our machine learning research! This "abuse detection" research started by finding a solution for identifying misogynistic tweets in 2019 -2020 with QUT researchers from DMRC and then finding a commercial solution for iShield.ai in identifying a bias (racial, age, gender, etc) for expression in general posts in 2020 - 2021. And now applying in another useful application. Excited about where this research will take us next.

Our work on automatic blocking "offensive student-feedback" has been featured on Australian "Campus Review" and they published a Podcast on it.

Podcast: https://bit.ly/3Sek1SF
News Link: https://bit.ly/3Q8rQYs
Paper: https://bit.ly/3oEJwPN

Another article published describing our work on automatic blocking "offensive student-feedback".
Article: https://bit.ly/3QdnL5b

#machinelearning #ai #qut 

25 July 2022

একজন কবি

একজন কবিকে নিঃশেষ করে দিতে চাও
শুধু দুঃক্ষ-কষ্ট দিয়ে?

কবির জন্ম নীল দুঃক্ষে।
কবি শানীত হয় পাথর জমা কষ্টে।
নদীর কূল ভাঙ্গে যে স্রোতের আঘাত
সেই স্রোতের ভাটিতেই জন্ম নেয় চোখ জুড়ানো সবুজ চর।
নিঃশীম দূঃখ আর অসীম কষ্ট নজরুলের হৃদয়ে যে আগ্নেয়গিরি জ্বেলেছিল
সেখানেই জন্মেছিল অমর সব কবিতা।

প্রকৃত কবি সূখের ধার ধারে না
সৃষ্টিই তার আরাধনা।
সূখ মেরে ফেলে কবিকে
যেমন করে ক্ষরা আর দুর্ভিক্ষ মেরে ফেলে জীবন।

জোসনা রাতে চাঁদের আলোয় হাত ধোরো কবির,
অমাবস্যায় কালবৈশাখী রাতে তোমায় পথ দেখিয়ে নিয়ে যাবে হাসনাহেনার বনে।

-ব্রিসবেন, ২৫/০৭/২০২২