কয়দিন আগে বাড়িতে গেছিলাম ছুটিতে। এলাকার এক ছোট ভাইয়ের পড়াশুনার খোজ খবর নিচ্ছিলাম। পড়ে ক্লাস নাইনে। কথায় কথায় এক সময় জিজ্ঞেস করল, ভাই গুগল সার্চ (সার্চ ইঞ্জিন) কেমনে কাজ করে?
পড়লাম ঝামেলার মধ্যে। সার্চ ইঞ্জিনের ডিটেইল ব্যাপারটা মোটামুটি ভালই কমপ্লেক্স। সেটা বলতে গেলে হয়তো বুঝবে না। মনে মনে বলবে--দূর ভাই কিছুই জানে না, আমারে নয় ছয় একটা বুঝ দিছে। চিন্তা করলাম একটা উদাহরণ দিয়ে বুঝানো যায় কিনা। বললাম-
- দাঁড়াও বুঝাইতেছি। আগে বল, বইয়ের ইন্ডেক্স কি জিনিস সেটা জানো?