হাজার বছরের চেনা এই চাঁদ।
তবু কেন যেন চিনি না তারে,
উচ্ছাসে ভাঙে না বাঁধ।
রূপলী আলো স্নিগ্ধ করে না প্রাণ,
ছরকি বুড়িও ভুলে গেছে গান।
নীল আকাশে তুলোমেঘ,
দিক হারিয়ে অজানার পথে ছোটে।
কোথায় গেলে তারে পাই? তারে পাই কোন মাঠে?
আমাদের যেদিন গিয়েছে, তা কি একেবারেই গিয়েছে?
সোনালী ধানের ক্ষেতে এলোবাতাস এখনো দোল দিয়ে যায়
শুধু হয়না আমাদের হেয়ালী হাঁটা, হাতে রেখে হাত।
আমাদের যা ছিল তার কিছুই কি বাঁকি নাই?
শিমুল, পলাশ একনো ফোটে, হাসনাহেনার গন্ধে ভরে বুক।
শুধু হয়না বলা গল্পগুলো, চোখে রেখে চোখ।
উচ্ছাসে ভাঙে না বাঁধ।
রূপলী আলো স্নিগ্ধ করে না প্রাণ,
ছরকি বুড়িও ভুলে গেছে গান।
নীল আকাশে তুলোমেঘ,
দিক হারিয়ে অজানার পথে ছোটে।
কোথায় গেলে তারে পাই? তারে পাই কোন মাঠে?
আমাদের যেদিন গিয়েছে, তা কি একেবারেই গিয়েছে?
সোনালী ধানের ক্ষেতে এলোবাতাস এখনো দোল দিয়ে যায়
শুধু হয়না আমাদের হেয়ালী হাঁটা, হাতে রেখে হাত।
আমাদের যা ছিল তার কিছুই কি বাঁকি নাই?
শিমুল, পলাশ একনো ফোটে, হাসনাহেনার গন্ধে ভরে বুক।
শুধু হয়না বলা গল্পগুলো, চোখে রেখে চোখ।