19 October 2022

নীল পরি

নীল পরী - নীল পরী updated their profile picture.

 

নীল পরি, তুমি আমার নীল ধ্রুব তারার মত।
কপালে নীল টিপ,
চোখে নীল আভা,
আর নীল আবরনে তুমি।
তাকিয়ে থাকি যেন নখত্রের দিকে।  
কত কাছে মনে হয়, তবু জানি কত দূরে।

মেরুন রঙ্গে আঁকা উষ্ণ ঠোটে মায়াবী হাসী।
কেমন করে বলি কত ভালবাসি।