19 October 2022

নীল পরি

নীল পরী - নীল পরী updated their profile picture.

 

নীল পরি, তুমি আমার নীল ধ্রুব তারার মত।
কপালে নীল টিপ,
চোখে নীল আভা,
আর নীল আবরনে তুমি।
তাকিয়ে থাকি যেন নখত্রের দিকে।  
কত কাছে মনে হয়, তবু জানি কত দূরে।

মেরুন রঙ্গে আঁকা উষ্ণ ঠোটে মায়াবী হাসী।
কেমন করে বলি কত ভালবাসি।

বনলতার ন্যায় কোমল দুটি চোখ।
আদর মাখা তুলতুলে গাল।
মনের ভেতর নরম তুলি, তোমার ছবি আঁকি।
মন চায় বৃষ্টির দিনে তোমায়, বুকে জড়িয়ে রাখি।

স্বপ্নের মত দিন গুলো।
বিকেলের কনে দেখা আলোয় তোমার মুখোমুখি বসে থাকা।
লেকের ধারে হাত ধরে নিশ্চুপ ডেউ গোনা।
সন্ধ্যে হতে তোমার চুলের গন্ধে মাতয়ারা।
সন্ধ্যা চাঁদের স্নিগ্ধ আলোয় তোমার রূপের ঝরে পড়া।

তোমার রূপে মাতাল আমার চোখ বেয়ে ঘুম নামে।
টুপ করে পাতা পড়ে জলে, ডানা ঝাপটে উড়ে যায় প্যাঁচা।
আমার চোখে আরেকটু ঘুম নামে,
আরকটু মাতাল হই তোমার রূপের সূধায়।

তুমি ডাক, শুনতে পাই।
চোখে পাথর বেয়ে নামা ঘুমে কাছে আসতে বলি।
তুমি কি শুনতে পাও?