07 September 2015

একলা জেগে রই











হয়ত তুমি ঠিক ছিলে
হয়ত একটু ভুল।
এইটা একটা রাস্তা ছিল
হয়ত নদীর কূল।

তারায় ভরা হীমের রাতে
বেঙ্গমীদের গান।
আশে পাশে কেউ জেগে নেই
আঁৎকে উঠে প্রাণ।

আব্বু ঘুমায়, আম্মু ঘুমায়, ঘুমায় পাখী ঐ
আমার শুধু ঘুম আসে না, একলা জেগে রই।