হয়ত একটু ভুল।
এইটা একটা রাস্তা ছিল
হয়ত নদীর কূল।
এইটা একটা রাস্তা ছিল
হয়ত নদীর কূল।
তারায় ভরা হীমের রাতে
বেঙ্গমীদের গান।
আশে পাশে কেউ জেগে নেই
আঁৎকে উঠে প্রাণ।
বেঙ্গমীদের গান।
আশে পাশে কেউ জেগে নেই
আঁৎকে উঠে প্রাণ।
আব্বু ঘুমায়, আম্মু ঘুমায়, ঘুমায় পাখী ঐ
আমার শুধু ঘুম আসে না, একলা জেগে রই।
আমার শুধু ঘুম আসে না, একলা জেগে রই।
নদীর ওপার পাহাড় ঘুমায়, আকাশ মাথায় মুড়ি
নিকশ কাল এমন রাতে, কোথায় চাঁদের বুড়ি?
নিকশ কাল এমন রাতে, কোথায় চাঁদের বুড়ি?
একটি তারা, দুইটি তারা, অনেক তারা ঐ
মিটি মিটি হাঁসে ওরা, তাকিয়ে আমি রই।
মিটি মিটি হাঁসে ওরা, তাকিয়ে আমি রই।
মেঘ গুলো সব যাচ্ছে ভেসে, যাচ্ছে ওরা কই?
দেখুক ওরা, আব্বুর মত ঘুমিয়ে আমি নই।
দেখুক ওরা, আব্বুর মত ঘুমিয়ে আমি নই।
আমার যদি থাকত ঘোড়া, পংখীরাজের মত
তাদের সাথে যেতাম আমি, কেমন মজা হত!
তাদের সাথে যেতাম আমি, কেমন মজা হত!
তেপান্তরে যেতাম আমি, পাতালপুরের খোঁজে
চুপি চুপি বলছি তোমায়, কেউ যেন না বোঝে।
চুপি চুপি বলছি তোমায়, কেউ যেন না বোঝে।
দৈত্যটারে আনতাম ধরে, দিব্যি করে কই
আব্বু আম্মু বুঝত তখন, ছোট্ট আমি নই।
আব্বু আম্মু বুঝত তখন, ছোট্ট আমি নই।