26 October 2015

মন উড়ে যায় ছোট্ট বেলার গাঁও







পাখীর সাথে গান ছিল মোর
গহীন বনে টান।
একটুখানী হাওয়া দিলেই
মন হত আনচান।
ফুলের সাথে, বনের পথে 
কেটে যেত বেলা।
বিকেল গিয়ে সন্ধ্যা হত
শেষ হত না খেলা। 

10 October 2015

পথীক আমি

আকাশটা আজ পড়ল ভেঙে
মাথার উপর যেন।
কিচ্ছু আমার ভাল লাগে না
এমন করলে কেন?
মনের মাঝে মেঘ জমেছে
অথৈই জলের বাঁধ।
খুঁজে পাইনা সূর্যটারেই
দূরে থাকুক চাঁদ।

পথীক আমি, একলা আমি, আপন কেউ যে নাই।
তুমিও আমায় পর করেছ, রইল না আর ঠাই।

ভালই হল-
চাল নেই যার চুলো জ্বেলে, কি লাভ বল আর?
যার আছে সব বিত্ত-কড়ি তারইতো সংসার।