আকাশটা আজ পড়ল ভেঙে
মাথার উপর যেন।
কিচ্ছু আমার ভাল লাগে না
এমন করলে কেন?
মনের মাঝে মেঘ জমেছে
অথৈই জলের বাঁধ।
খুঁজে পাইনা সূর্যটারেই
দূরে থাকুক চাঁদ।
পথীক আমি, একলা আমি, আপন কেউ যে নাই।
তুমিও আমায় পর করেছ, রইল না আর ঠাই।
ভালই হল-
চাল নেই যার চুলো জ্বেলে, কি লাভ বল আর?
যার আছে সব বিত্ত-কড়ি তারইতো সংসার।