26 October 2015

মন উড়ে যায় ছোট্ট বেলার গাঁও







পাখীর সাথে গান ছিল মোর
গহীন বনে টান।
একটুখানী হাওয়া দিলেই
মন হত আনচান।
ফুলের সাথে, বনের পথে 
কেটে যেত বেলা।
বিকেল গিয়ে সন্ধ্যা হত
শেষ হত না খেলা। 


গহীন বনে হারিয়ে যেতে
ছিল না মোর মানা।
তোমার আবেষ মাখিয়ে পেতাম
মন ফড়িঙের ডানা।

সেদিন গেছে হায়
যে যায় চলে, তাকে কি আর
ফিরে পাওয়া যায়।

ঝিঝি ডাকে, জোনাক জ্বলে
কচি নরম ঘাসে।
অচীনপূরে একলা লাগে
নেই যে তুমি পাশে।

শরৎ এলেই আকাশ উড়ায়
সাদা মেঘের নাও।
স্থির থাকে না, মন উড়ে যায়
ছোট্ট বেলার গাঁও।