সবুজ বন ধরে মনের সীমানা পেরিয়ে হারাতে হারাতে হঠাৎ দেখি তারে। সে এক মায়াবিনী বসন্তকোকিল ডেকে যায় আম, জাম, কাঁঠালের বনে।
রিনঝিন রিনঝিন বাজে তার নূপুরের ধ্বনী এ সবুজ বন পথে হেঁটে যায়, কান পেতে শুনি।
হাঁসি তার কলকলে বয়ে চলা আষাঢ়ের নদী দু’কূল প্লাবিত করে, জাগায় এ উষর ভূমি। রূপ তার ভরা-পূর্ণিমার চাঁদ স্নিগ্ধ আভায় দীগন্ত জুড়ায়। চোখে তার বিদ্যুৎ খেলে, আবেশ করে মন চেয়ে থাকি, হারাই দিশা, ভুলে যাই ক্ষন।