সবুজ বন ধরে মনের সীমানা পেরিয়ে
হারাতে হারাতে হঠাৎ দেখি তারে।
সে এক মায়াবিনী বসন্ত কোকিল
ডেকে যায় আম, জাম, কাঁঠালের বনে।
রিনঝিন রিনঝিন বাজে তার নূপুরের ধ্বনী
এ সবুজ বন পথে হেঁটে যায়, কান পেতে শুনি।
হাঁসি তার কলকলে বয়ে চলা আষাঢ়ের নদী
দু’কূল প্লাবিত করে, জাগায় এ উষর ভূমি।
রূপ তার ভরা-পূর্ণিমার চাঁদ
স্নিগ্ধ আভায় দীগন্ত জুড়ায়।
চোখে তার বিদ্যুৎ খেলে, আবেশ করে মন
চেয়ে থাকি, হারাই দিশা, ভুলে যাই ক্ষন।
শ্রাবণের সবুজ ঘন কৃষ্ণচূড়ার পল্লবের ন্যায়
দখীনা বায়ু দোল দিয়ে যায় তার দীঘল কেশে।
সে দোলে, দোলায় মন, হারাই ভুবন
পথে নামি বাউল বেশে।
চোখ তুলে চেয়েছিল, বলেনিতো মুখে।
তবু যেন মনে হয়
গল্প করে হাজার বছর
কেটে গেছে সুখে।
এতো যে ভাল লাগা, এতো চাই যারে
জানি এ বসন্ত গেলে, খুঁজে পাব না তারে।