আমার মূল লেখাটি প্রথম আলো প্রকাশ করেছে। পড়া যাবে এখানে।
করোনা (কোভিড-১৯) মহামারি ভয়ংকরভাবে আঘাত করেছে আমাদের স্বাস্থ্য, অর্থনীতি, ব্যক্তি এবং সামাজিক জীবনের প্রতিটি ক্ষেত্রকে। করোনার কারণে ইতিমধ্যে পৃথিবীব্যাপী ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক মন্দার অবস্থা তৈরি হয়েছে। আন্তর্জাতিক শেয়ার মার্কেট পুরোপুরি ভেঙে পড়েছে, পরিবহন এবং বাণিজ্য খাতে হাজারো কোটি টাকা লোকসান হচ্ছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে আছে, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো তাদের ধারণক্ষমতার কয়েক গুণ বেশি সেবা দিয়েও সংকুলান করতে পারছে না।
মানুষ সর্বদা ভয়ের মধ্যে আছে কখন এই রোগে আক্রান্ত হয়, কখন কাছের মানুষকে হারাতে হয়। অধিকাংশ মানুষ চাকরি হারিয়েছে। তাদের গৃহবন্দী হয়ে দিন কাটাতে হচ্ছে। এসব কিছুই প্রভাব ফেলছে মানসিক স্বাস্থ্য ও সামাজিক আচরণে। পত্রপত্রিকায় প্রায়ই মানুষের অস্বাভাবিক আচরণের খবর আসছে।