14 November 2024

সে দিনের কথা


























সে দিনের কথা তোমাকে কখনো হয়নি বলা।
যখন আমার এই বন্ধ কক্ষে নিকষ কালো অন্ধকারে নিজের ছায়াও গিয়েছিল অন্তর্ধানে,
তখন আলোর ঝলকানি হয়ে খুলে দিয়েছিলে আমার জানালার গারদ।
খোলা জানালায় দীর্ঘ শ্বাস নিয়েছি যেন শতাব্দী পর,
জেনেছিলাম দেয়ালের ঐপাড়ে এখনো ডানা মেলে পাখি উড়ে, গান গায়।
সব হারানো বৃদ্ধ ভিখারি বটের ছায়ায় নিশ্চিন্তে ঘুমায়,
ছোট্ট শিশু খিলখিল হেসে বেড়ায় মেঠো পথে।