অন্ধদের জন্য ব্রেইল প্রিন্টার একটা চমৎকার জিনিস। তবে ব্রেইল প্রিন্ট সাধারণ প্রিন্টের মত এত সহজ লভ্য নয়। যারফলে সাহিত্য জগতের খুব অল্প পরিসরেই দৃষ্টিপ্রতিবন্ধিদের বিচরণ সিমিত থাকে। এই সমস্যা অনেকাংশে দূর করা সম্ভব অডিও রেকর্ডিং এর মাধ্যমে। প্রকাশিত বই গুলো কেউ একজন (বা একাধিকজন) পড়ে রেকর্ডিং করে দিবে। সেটা বাজারে বিক্রি হবে দৃষ্টি প্রতিবন্ধিদের জন্য বইয়ের বিকল্প হিসেবে। বাহিরে এসে দেখলাম এই পদ্ধতিটা দৃষ্টি প্রতিবন্ধিদের কাছে বেশ জনপ্রিয়। আমাদের দেশের প্রকাশকরা যদি এই ব্যপারে একটু দৃষ্টি দেন তবে মনে হয় দৃষ্টি প্রতিবন্ধিরা নিজেদের সাহিত্যের আলোয় আরো বেশি আলোকিত করতে পারবে।