
অন্টলজি প্রথম ফিলোসফিতে আলোচিত হলেও, বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স এবং নলেজ ইঞ্জিনিয়ারিং তা অভিযোজন করা হয়েছে এবং ব্যাপকহারে ব্যবহৃত হচ্ছে। এই ক্ষেত্রে, অন্টলজি হচ্ছে কোন ডোমেইন নলেজ উপস্থাপন করার একটি ফরমাল মডল যা ঐ ডোমেইনের অনুসঙ্গিক শব্দতালিকা, শব্দার্থের বিবরণী, ও ডোমেইনের একটি বিমূর্ত ধারণা প্রকাশ করে। বাস্তব জীবনে, ই-সায়েন্স, ই-কমার্স, মেডিকেল ইনফরমেটিক্স, বায়ো-ইনফরমেটিক্স এবং সেমান্টিক ওয়েবে অন্টলজি ব্যবহৃত হয়। বিশেষ করে, ওয়েব সার্স, ইন্টিলিজেন্ট সফটওয়ার এজেন্ট, নলেজ ম্যানেজমেন্টে অন্টলজি ব্যবহৃত হয়।
যত বেশি ওন্টলোজি তৈরি হবে, সেসব ওন্টলোজি যত বেশি বড় হবে, এবং তাদের যত বেশি বোধগম্য হিসেবে উপস্থাপন করা হবে, তত বেশি স্বয়ংক্রিয় ওন্টলোজি তৈরি ও ব্যবস্থাপনা পদ্ধতি প্রয়োজন হবে। আমাদের ল্যাবে, ডাটা মাইনিং ব্যবহার করে ডকুমেন্ট থেকে স্বয়ংক্রিয় ওন্টলোজি তৈরি ও ব্যবস্থাপনা পদ্ধতি নিয়ে আমরা কাজ করছি।