30 June 2016

ছাতারপাইয়া উচ্চ বিদ্যালয়ঃ সবুজে ঘেরা প্রকৃতির কোলে এক আলোকিত শিক্ষালয়









সবুজ আর মায়াবী ছায়ায় ঢেকে আছে প্রকৃতি। গ্রামের পথ বয়ে গেছে বহুদূর। বিস্তীর্ণ এলাকা জুড়ে ধান, পাট, শরিষা, আরো কত ফসলের মাঠ। এরি মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ছাতারপাইয়া উচ্চ বিদ্যালয়।  বিদ্যালয়টির পরিবেশ আর শিক্ষক-শিক্ষিকারাই একে করেছেন আর দশটি বিদ্যালয় থেকে স্বতন্র। সবুজে আচ্ছাদিত এই বিদ্যালয়ের সম্মুখে রয়েছে সুবিশাল দিঘী। বর্ষা এলেই কানায় কানায় ভরে উঠে। গ্রামের শান্ত পরিবেশ আর প্রাকৃতিক সৌন্দর্য শিক্ষার্থীদের মননিবেশের পরম সহায়ক। এখানে ফাগুন এলেই ফুল ফুটে, পাখী গায়। বসন্তে পত্র ঝরে, প্রজাপতি পাখা মেলে। শীতের হিমেল হাওয়ায় শীর লাগে গায়ে। নবান্নে পিঠে খাওয়ার ধুম। স্কুল মাঠে কখনো বসে মেলা। ছোটছোট ছেলেমেয়ের ছুটোছুটি, চরকা চলে ঐ। এমন এক স্বপ্নময় পরিবেশেই এখানে বড় হয় আগামীর প্রজন্ম। মেধা আর মননে বিকশীত নিবেদিত প্রাণ শিক্ষকরা নিরলস করে যাচ্ছেন জ্ঞানের বিতরণ। বাবার স্নেহে আর মায়ের মততায় গড়ে চলেছেন শিক্ষার্থীদের ভবিশ্যৎ।

15 June 2016

লিঙ্গবাদ বাঙালীর মজ্জাগত



ছোট বেলা থেকে দেখে আসছি আমার নানা রেগে গেলে প্রায়ই বলেন, ‘মূর্খের সাথে আমি স্বর্গেও যেতে রাজি নই’। শরৎচন্দ্র-বঙ্কিমচন্দ্রের সব উপন্নাস উনার মুখস্ত। এই বয়সেও ঐসব উপন্নাস থেকে কোট করে আমাদের শুনান। উনার ধারণা মানুষ শিক্ষিত হলে মনে বড় হয়। সাধারণ আর দশজন থেকে উন্নত চিন্তা করে। শিক্ষিত মানুষ বর্ণবাদি হতে পারে না, লিঙ্গবাদী হতে পারে না। উনার কাছ থেকে শুনে শুনে আমিও বিশ্বাস করতে শুরু করি, শিক্ষা মানুষকে মনে বড় করে। শিক্ষার প্রতি একটা প্রবল আগ্রহ তৈরি হয়। স্বপ্ন দেখি, বড় হয়ে শিক্ষক হব। মানুষের মাঝে শিক্ষার আলো বিতরণ করব। একসময় শিক্ষকও হই। কিন্তু যত বড় হতে থাকি আমার ধারণা পাল্টাতে থাকে।