12 November 2016

পরবাসে বাঙালী মন









অস্ট্রেলিয়া এবং বাংলাদেশে ঋতুচক্র ঠিক বিপরীত। এখানে শুরু হয়েছে গ্রীষ্মের দাবদাহ আর বাংলাদেশে শীত। গ্রীষ্ম মানে এখানে ঘুরাঘুরির আর অলস সময় কাটাবার দিন। এই সময়ে প্রায় সবাই বেরিয়ে পড়ে ভ্রমনে। কেউ যাচ্ছে প্যারিসে, কেউ যাচ্ছে বালিতে। কেউ যাচ্ছে পর্বতে, কেউ যাচ্ছে সমুদ্রে। কেউ যাচ্ছে ক্যাম্পিংয়ে, কেউ যাচ্ছে রিসর্টে।


আমরা যারা পড়াশুনা করবো বলে কিছু দিনের জন্য এখানে এসেছি, তাদের এতো ছুটাছুটি করার সুযোগ নেই। তাই বলে কেউ থেমে নেই। প্রতিটি সপ্তাহীক ছুটির দিনে ঘুরে বেড়াই অস্ট্রেলিয়ার ছবির মত সুন্দর বিভিন্ন পর্বত, সমুদ্র আর অরন্যে। সপ্তাহ ব্যাপি ক্যাম্পিং করতে না পারলেও সপ্তাহের এক-দুই দিন ঠিকই ক্যাম্পিং করে আসি। কিন্তু এতো কিছুর পরেও এই সময় সবার মনই আচ্ছন্ন করে থাকে নিজ দেশ, দেশের মানুষ আর ফেলে আসা সৃতি।

01 November 2016

কিউইউটিবিএ বনভোজন : ব্রিসবেনে একখণ্ড বাংলাদেশ










যান্ত্রিক জীবনের একঘেয়েমি থেকে বাঁচতে মন চায় একটুখানি শান্তির পরশ। বনভোজন সেই জাদুর কাঁঠি যার পরশে ভুলা যায় ব্যস্ত জীবনের ক্লান্তি।

বছরের এই সময়টায় অস্ট্রেলিয়ায় জমে উঠে বনভোজন ঘুরাঘুরি। কিউ ইউ টি বাংলাদেশ এসোসিয়সশন উদ্যোগে গত ৩০ অক্টোবর হয়ে গেল বার্ষিক বনভোজন ও সমুদ্র ভ্রমণ। এবার বনভোজনের আয়োজন হয়েছে ব্রিসবেনের অদূরে সাগর আর পর্বতে আচ্ছাদিত প্রাকৃতিক নয়নাভিরাম কিংস বিচে। দিনব্যাপী এ বনভোজন ও সমুদ্র ভ্রমণ অনুষ্ঠিত হয়।

সবুজ পর্বত আর টলটলে নীল সাগর এই বনভোজনের আনন্দকে বাড়িয়ে দিয়েছে অনেক। পর্বতের গায়ে গজিয়ে ওঠা ঝোপঝাড়। মাটি ছেয়ে আছে সবুজ ঘাস আর বিভিন্ন লতা গুল্মে, যেন যত্ন করে ছড়িয়ে দেয়া দামি কার্পেট। এখানে-সেখানে ফুটে আছে নাম না জানা বাহারি জংলি ফুল। সাগরের পূর্ব তীরে হলুদ বুনোফুল আর রঙিনপাখা প্রজাপতির ছাড়াছড়ি। বেড়ানোর জন্য চমৎকার একটি জায়গাটা। বহুদিন পর বন্ধুবান্দব আর পরিবার নিয়ে আড্ডায় হারিয়ে যায় সবাই।