21 March 2021

ছোটলোকের দেশে

 


 
সেদিন দুপুরে দেশি-পানি খেয়ে ঘুমালে
রাস্তার মাতালটা দেখে কোন এক দেশে--
.
জ্যাম ঠেলে যেতে যেতে সিএনজিওয়ালাটা ভাবে, এই শহরে রিকশাওয়ালারা এক একটা ছোটলোক।
যে প্রাইভেট-কারের ড্রাইভার সে ভাবে, ভিআইপি রোডে এই যে সিএনজিওয়ালা এরা একএকটা ছোটলোক।

12 March 2021

একবার সুযোগ পেলে বিশ্বব্যাংক ডাকাতি করতাম

একবার সুযোগ পেলে বিশ্বব্যাংক ডাকাতি করতাম।
বেশি কিছু নিতাম না। এই যেমন, তোমার জন্য অভিজাত এলাকায় একটা বাড়ি,
একটা পোর্শে গাড়ি, একটা মোটা ব্যাংক ব্যালেন্স, আর একটা পঞ্চম মাত্রার রোবট;
তার জন্য যে সামান্য কটা টাকার প্রয়োজন শুধু ততটুকু। 

তারপর আমাদের আর কোন দূঃখ নেই। আমরা থাকব স্বপ্নের বাড়িতে,
ঘুরে বেড়াব স্বপ্নের গাড়িতে, কিনে দেব তোমায় স্বপ্নের যত কিছু।