12 March 2021

একবার সুযোগ পেলে বিশ্বব্যাংক ডাকাতি করতাম

একবার সুযোগ পেলে বিশ্বব্যাংক ডাকাতি করতাম।
বেশি কিছু নিতাম না। এই যেমন, তোমার জন্য অভিজাত এলাকায় একটা বাড়ি,
একটা পোর্শে গাড়ি, একটা মোটা ব্যাংক ব্যালেন্স, আর একটা পঞ্চম মাত্রার রোবট;
তার জন্য যে সামান্য কটা টাকার প্রয়োজন শুধু ততটুকু। 

তারপর আমাদের আর কোন দূঃখ নেই। আমরা থাকব স্বপ্নের বাড়িতে,
ঘুরে বেড়াব স্বপ্নের গাড়িতে, কিনে দেব তোমায় স্বপ্নের যত কিছু। 

রোবটাটা মনে করিয়ে দিবে প্রত্যেকটা  গুরুত্বপূর্ন দিবস,
সেই দিবসে কি তোমার প্রিয়, কি পেলে তোমার মুখ উজ্জ্বল হয়।
এটি একটি পঞ্চম মাত্রার রোবট, এতটুকু কাজ করা তার জন্য মোটেই কঠিন নয়।

পঞ্চম মাত্রার একটি রোবট! শুধু শুধু বসিয়ে না রেখে আরো কিছু কাজ দিতাম,
যেমন, জেনি, সামিরা, রেবেকা, ন্যান্সি, কনা, শিখার মত
এই শহরের সুন্দরের দেবিদের কি প্রিয়, কি পেলে তাদের মুখ উজ্জল হয়।

এমন দামি পোর্শে গাড়ি, শহরের দেবিদের এত প্রিয়,
শুধু শুধু বসিয়ে না রেখে অবসরে দেবিদের উপাসনায় দিতাম।

অভিজাত এলাকায় এমন বিলাশবহুল বাড়ি, দেবিরা সানন্দের আসতে চায়,
ফেলে না রেখে খালী অংশে দেবিদের পুজো দিতাম। 

ব্যাংকে এতগুলো টাকা, প্রিয় কিছু পেলেই খুশিতে দেবিরা জড়িয়ে ধরে,
ফেলে না রেখে বাড়তি টাকায় দেবিদের অর্চনা দিতাম।

একবার সুযোগ পেলে বিশ্বব্যাংক ডাকাতি করতাম।
বেশি কিছু নিতাম না। দেবিদের পুজো করতে যে সামান্য কটা টাকার প্রয়োজন শুধু ততটুকু।