16 May 2020

ওরে ক্যারা যায়রে!!!


ঐ দেখ, ঐখানে
হেঁটে যায় ক্যারা।
পরনের লুঙ্গিখানা
মাঝখানে ছেরা (ছেঁড়া)।

দেখে তুমি ভাব তারে সস্তা?
তার নামে আছি বলি গোটাখান রাস্তা।
কথা যেন ফোটে তার আগুনের ফুলকি
মাঝে মাঝে টান মারে গাঁজা আর কলকি।
হপ্তায় ছয় দিন থাকে সে ব্যাস্ত
সময় পেলে গিলে খায় ভাজা ব্যাঙ আস্ত।
চান্দিতে মাল নাই থলথলে ভুঁড়ি
বলে বেড়ায় বয়স নাকি এখনো তার কুড়ি।

15 May 2020

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আমার স্বপ্ন



আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত বিষয়। কৃত্রিম বুদ্ধিমত্তা অবিশ্বাস্য রকমভাবে সমাজকে বদলে দিয়ে অসামান্য অবদান রাখতে পারে দেশ, জাতি মানবতার কল্যানে। ড্রোন, রোবট, চালকবিহীন গাড়ি এসবের মূলে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা।

মেশিনকে মানুষের মতো বুদ্ধিমান করে তোলার যে গবেষণা সেটিই কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা। শিক্ষণ, যুক্তি, পরিকল্পনা, সমস্যা সমাধান, মানুষের ভাষা বোঝার ক্ষমতা, উপলব্ধি এসবন হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার অংশ। কম্পিউটার টেকনোলজি ছাড়াও মার্কেটিং, ফিন্যান্সিয়াল সার্ভিস, রিসার্চ, আটোমোটিভ, ব্যাংকিং, স্বাস্থ্য, টেলিকমিউনিকেশন সহ আরও অনেক ক্ষেত্রে কৃত্তিম বুদ্ধিমত্তার ব্যবহার রয়েছে।

মাইশা মনি


-সহ লেখক মানহা
.
মাইশা মনি, সুখের খনি, করছে এখন বেল মাথা
সারা বেলা যাচ্ছে বলে, কেউ বুঝে না তার কথা।
.
আদর মাখা মুখখানী তার, গভীর মায়ার ছানি
দেখলেই তুমি ভাববে বুঝি ছোট্ট একটা বানি।
.
দুষ্টুমিতে সেরা সে, খেতে চায় না কিছু
খাওয়ার সময় আম্মু তার ছুটতে থাকে পিছু।
.
লাফ ঝাফে সেরা সে, খাট থেকে যায় পড়ে
পড়লেই সে হইচই হবে সারা বাড়ী জুড়ে।