ঐ দেখ, ঐখানে
হেঁটে যায় ক্যারা।
পরনের লুঙ্গিখানা
মাঝখানে ছেরা (ছেঁড়া)।
দেখে তুমি ভাব তারে সস্তা?
তার নামে আছি বলি গোটাখান রাস্তা।
কথা যেন ফোটে তার আগুনের ফুলকি
মাঝে মাঝে টান মারে গাঁজা আর কলকি।
হপ্তায় ছয় দিন থাকে সে ব্যাস্ত
সময় পেলে গিলে খায় ভাজা ব্যাঙ আস্ত।
চান্দিতে মাল নাই থলথলে ভুঁড়ি
বলে বেড়ায় বয়স নাকি এখনো তার কুড়ি।
হল কি—
সেদিন রজনির আড্ডায় ক্ষ্যাপাতে
পড়ে গেল চিপাতে।
আগ ডাকে, হাক ডাকে
শাক দিয়ে মাচ ঢাকে,
আসল কথা কয় না।
অতীতের স্মৃতি নাকি
দিলে তার সয় না।
নোয়াখাইল্লা দোস্ত তার, ছিল নাকি ফাস্টো
এই নিয়ে মনে মনে অভিমান কষ্ট।
এরে দোষে ওরে দোষে
বোঝা যায় ছলনা।
লোকে বলে আদতে সে
ভাল ছাত্র ছিল না।