-সহ লেখক মানহা
.
মাইশা মনি, সুখের খনি, করছে এখন বেল মাথা
সারা বেলা যাচ্ছে বলে, কেউ বুঝে না তার কথা।
.
আদর মাখা মুখখানী তার, গভীর মায়ার ছানি
দেখলেই তুমি ভাববে বুঝি ছোট্ট একটা বানি।
.
দুষ্টুমিতে সেরা সে, খেতে চায় না কিছু
খাওয়ার সময় আম্মু তার ছুটতে থাকে পিছু।
.
লাফ ঝাফে সেরা সে, খাট থেকে যায় পড়ে
পড়লেই সে হইচই হবে সারা বাড়ী জুড়ে।
পুতুল নিয়ে খেলতে সে ভীষণ ভালবাসে
খেলার সময় সঙ্গ দিতে সুনাইরাও আসে।
.
ঘরের যেথায় যাই পাবে, করবে এলোমেলো
আমি দেখলে হাঁসি দিবে, যেন কত ভাল।
.
সবাই তারে আদর করে, উপহার দেয় কত
আমি ভাবি দেব তাকে, আছে তারা যত।