দৃশ্য ১: মাহীন ছাত্র। তার বাসা ক্যাম্পাস থেকে অনেক দূরে, যার কারনে সে দুপুরে লাঞ্চ করতে বাসায় যেতে পারে না। সে ক্যাফেটেরিয়া বা ক্যাম্পাসের আশেপাশের হোটেলগুলোতে দুপুরে লাঞ্চ করতে যায়। ক্যাপেটেরিয়া বা আশেপাশের হোটেলগুলোতে খাবারের দাম অনেক বেশি। সে যেহেতু মধ্যবিত্ত পরিবারের ছেলে এই বাড়তি খরচ তার জন্য একটা সমস্যা।
04 November 2015
26 October 2015
10 October 2015
পথীক আমি
আকাশটা আজ পড়ল ভেঙে
মাথার উপর যেন।
কিচ্ছু আমার ভাল লাগে না
এমন করলে কেন?
মনের মাঝে মেঘ জমেছে
অথৈই জলের বাঁধ।
খুঁজে পাইনা সূর্যটারেই
দূরে থাকুক চাঁদ।
পথীক আমি, একলা আমি, আপন কেউ যে নাই।
তুমিও আমায় পর করেছ, রইল না আর ঠাই।
ভালই হল-
চাল নেই যার চুলো জ্বেলে, কি লাভ বল আর?
যার আছে সব বিত্ত-কড়ি তারইতো সংসার।
মাথার উপর যেন।
কিচ্ছু আমার ভাল লাগে না
এমন করলে কেন?
মনের মাঝে মেঘ জমেছে
অথৈই জলের বাঁধ।
খুঁজে পাইনা সূর্যটারেই
দূরে থাকুক চাঁদ।
পথীক আমি, একলা আমি, আপন কেউ যে নাই।
তুমিও আমায় পর করেছ, রইল না আর ঠাই।
ভালই হল-
চাল নেই যার চুলো জ্বেলে, কি লাভ বল আর?
যার আছে সব বিত্ত-কড়ি তারইতো সংসার।
07 September 2015
30 August 2015
অন্টলজিঃ খায় না মাথায় দেয়
ওয়ার্ড ওয়াইড ওয়েভ (WWW), এই সময়ে সবচেয়ে বড় এবং সবচেয়ে ব্যবহৃত তথ্য ভান্ডার। সমস্যা হচ্ছে, ওয়েবের অধিকাংশ ডকুমেন্ট শুধু মানুষ (পড়ে) বুঝতে পারে কিন্তু মেশিন বুঝতে পারে না। ভবিষ্যতের ওয়েব হবে এমন যা মানুষের পাশাপাশি মেশিনও বুঝতে পারবে। এতে করে, আমরা যেসব কাজ নিজে করি, যেমন-ওয়েব থেকে কোন তথ্য খুজে বের করা, প্রয়োজনীয় তথ্য একসাথ করা, বিভিন্ন তথ্যের মধ্যে তুলনা করা, সিদ্ধান্ত গ্রহণ করা, ইত্যাদি-মেশিন আমাদের হয়ে নিজে করে দিবে। এই উদ্দেশ্যে, ওয়েবে তথ্যকে (web content) অন্টলজি দিয়ে উপস্থাপন করার জন্য ওয়ার্ড ওয়াইড ওয়েভ কন্সর্টিয়াম (WWW consortium) সুপারিশ করেছে।
অন্টলজি প্রথম ফিলোসফিতে আলোচিত হলেও, বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স এবং নলেজ ইঞ্জিনিয়ারিং তা অভিযোজন করা হয়েছে এবং ব্যাপকহারে ব্যবহৃত হচ্ছে। এই ক্ষেত্রে, অন্টলজি হচ্ছে কোন ডোমেইন নলেজ উপস্থাপন করার একটি ফরমাল মডল যা ঐ ডোমেইনের অনুসঙ্গিক শব্দতালিকা, শব্দার্থের বিবরণী, ও ডোমেইনের একটি বিমূর্ত ধারণা প্রকাশ করে। বাস্তব জীবনে, ই-সায়েন্স, ই-কমার্স, মেডিকেল ইনফরমেটিক্স, বায়ো-ইনফরমেটিক্স এবং সেমান্টিক ওয়েবে অন্টলজি ব্যবহৃত হয়। বিশেষ করে, ওয়েব সার্স, ইন্টিলিজেন্ট সফটওয়ার এজেন্ট, নলেজ ম্যানেজমেন্টে অন্টলজি ব্যবহৃত হয়।
যত বেশি ওন্টলোজি তৈরি হবে, সেসব ওন্টলোজি যত বেশি বড় হবে, এবং তাদের যত বেশি বোধগম্য হিসেবে উপস্থাপন করা হবে, তত বেশি স্বয়ংক্রিয় ওন্টলোজি তৈরি ও ব্যবস্থাপনা পদ্ধতি প্রয়োজন হবে। আমাদের ল্যাবে, ডাটা মাইনিং ব্যবহার করে ডকুমেন্ট থেকে স্বয়ংক্রিয় ওন্টলোজি তৈরি ও ব্যবস্থাপনা পদ্ধতি নিয়ে আমরা কাজ করছি।
অন্টলজি প্রথম ফিলোসফিতে আলোচিত হলেও, বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স এবং নলেজ ইঞ্জিনিয়ারিং তা অভিযোজন করা হয়েছে এবং ব্যাপকহারে ব্যবহৃত হচ্ছে। এই ক্ষেত্রে, অন্টলজি হচ্ছে কোন ডোমেইন নলেজ উপস্থাপন করার একটি ফরমাল মডল যা ঐ ডোমেইনের অনুসঙ্গিক শব্দতালিকা, শব্দার্থের বিবরণী, ও ডোমেইনের একটি বিমূর্ত ধারণা প্রকাশ করে। বাস্তব জীবনে, ই-সায়েন্স, ই-কমার্স, মেডিকেল ইনফরমেটিক্স, বায়ো-ইনফরমেটিক্স এবং সেমান্টিক ওয়েবে অন্টলজি ব্যবহৃত হয়। বিশেষ করে, ওয়েব সার্স, ইন্টিলিজেন্ট সফটওয়ার এজেন্ট, নলেজ ম্যানেজমেন্টে অন্টলজি ব্যবহৃত হয়।
যত বেশি ওন্টলোজি তৈরি হবে, সেসব ওন্টলোজি যত বেশি বড় হবে, এবং তাদের যত বেশি বোধগম্য হিসেবে উপস্থাপন করা হবে, তত বেশি স্বয়ংক্রিয় ওন্টলোজি তৈরি ও ব্যবস্থাপনা পদ্ধতি প্রয়োজন হবে। আমাদের ল্যাবে, ডাটা মাইনিং ব্যবহার করে ডকুমেন্ট থেকে স্বয়ংক্রিয় ওন্টলোজি তৈরি ও ব্যবস্থাপনা পদ্ধতি নিয়ে আমরা কাজ করছি।
15 May 2015
অডিও রেকর্ডিং: ব্রেইল প্রিন্টারের বিকল্প
অন্ধদের জন্য ব্রেইল প্রিন্টার একটা চমৎকার জিনিস। তবে ব্রেইল প্রিন্ট সাধারণ প্রিন্টের মত এত সহজ লভ্য নয়। যারফলে সাহিত্য জগতের খুব অল্প পরিসরেই দৃষ্টিপ্রতিবন্ধিদের বিচরণ সিমিত থাকে। এই সমস্যা অনেকাংশে দূর করা সম্ভব অডিও রেকর্ডিং এর মাধ্যমে। প্রকাশিত বই গুলো কেউ একজন (বা একাধিকজন) পড়ে রেকর্ডিং করে দিবে। সেটা বাজারে বিক্রি হবে দৃষ্টি প্রতিবন্ধিদের জন্য বইয়ের বিকল্প হিসেবে। বাহিরে এসে দেখলাম এই পদ্ধতিটা দৃষ্টি প্রতিবন্ধিদের কাছে বেশ জনপ্রিয়। আমাদের দেশের প্রকাশকরা যদি এই ব্যপারে একটু দৃষ্টি দেন তবে মনে হয় দৃষ্টি প্রতিবন্ধিরা নিজেদের সাহিত্যের আলোয় আরো বেশি আলোকিত করতে পারবে।
11 March 2015
Project Management
Risk Management
Assumptions: Assumptions are factors that we believe to be true, although these factors are not confirmed to be true. Assumptions add risk to a project since it is possible that they will turn out to be false. Assumptions can impact any part of your project life cycle and resulting solution implementation, so it is important to document and analyze them.
People make assumptions about things that they believe to be true every day. When was the last time that you left the house headed out to do your errands and calculated the time it would take to get those errands done based upon your assumptions for what you needed to do, where you were stopping and what traffic would be like along the way? Of course, there was always the risk that you would get those errands done in more time than you planned if the order of stops, what you did at each stop and the traffic did not behave as you assumed it would behave [LTIB].
Assumptions: Assumptions are factors that we believe to be true, although these factors are not confirmed to be true. Assumptions add risk to a project since it is possible that they will turn out to be false. Assumptions can impact any part of your project life cycle and resulting solution implementation, so it is important to document and analyze them.
People make assumptions about things that they believe to be true every day. When was the last time that you left the house headed out to do your errands and calculated the time it would take to get those errands done based upon your assumptions for what you needed to do, where you were stopping and what traffic would be like along the way? Of course, there was always the risk that you would get those errands done in more time than you planned if the order of stops, what you did at each stop and the traffic did not behave as you assumed it would behave [LTIB].
01 March 2015
মুকুল ভাইয়ের জন্ম দিন
[শানে নজুলঃ মুকুল ভাইয়ের জন্ম দিন উপলক্ষে আমরা তাকে সারপ্রাইজ দিতে অনেক রাতে তার বাসায় হানা দিয়েছিলাম। উনার যে জন্ম দিন ছিলা সেটা উনি ভুলে গিয়েছিলেন। অনেক রাতে উনার ঘরের দরজা নাড়ানোতে ভয় পেয়েছিলেন। ঘটনা ক্রমে আগের দিন উনি আমাদেরকে নিয়ে মাছ ধরেছিলেন। সে মাছ রাজ আমাদেরকে না বলে রান্না করে খেয়ে ফেলছিল।]
রাতের বেলা, বাহিরে যেন কারা ডাকে
শুনেছিলাম, এখানে নাকি ভুতও থাকে।
একা নয়, অনেক আছে
ঘাড় না মটকায়, পাইলে কাছে।
ঘাড় না মটকায়, পাইলে কাছে।
রাজের বুদ্ধি, না জানিয়ে মাছ খেয়েছে
সেটাই কি তবে কাল হয়েছে?
সেটাই কি তবে কাল হয়েছে?
11 January 2015
Topic Modelling
Introduction
Following its publication in 2003, Blei et al.’s Latent Dirichlet Allocation (LDA) [3] has made topic modeling – a subfield of machine learning applied to everything from computational linguistics [4] to bioinformatics [8] and political science [2] – one of the most popular and most successful paradigms for both supervised and unsupervised learning.Required Basic Definitions
Joint (combined) probability distribution: In the study of probability, given at least two random variables X, Y, ..., that are defined on a probability space, the joint probability distribution for X, Y, ... is a probability distribution that gives the probability that each of X, Y, ... falls in any particular range or discrete set of values specified for that variable. In the case of only two random variables, this is called a bivariate distribution, but the concept generalizes to any number of random variables, giving a multivariate distribution [Wikipedia].
Subscribe to:
Posts (Atom)