অস্ট্রেলিয়া এবং বাংলাদেশে ঋতুচক্র ঠিক বিপরীত। এখানে শুরু হয়েছে গ্রীষ্মের দাবদাহ আর বাংলাদেশে শীত। গ্রীষ্ম মানে এখানে ঘুরাঘুরির আর অলস সময় কাটাবার দিন। এই সময়ে প্রায় সবাই বেরিয়ে পড়ে ভ্রমনে। কেউ যাচ্ছে প্যারিসে, কেউ যাচ্ছে বালিতে। কেউ যাচ্ছে পর্বতে, কেউ যাচ্ছে সমুদ্রে। কেউ যাচ্ছে ক্যাম্পিংয়ে, কেউ যাচ্ছে রিসর্টে।
আমরা যারা পড়াশুনা করবো বলে কিছু দিনের জন্য এখানে এসেছি, তাদের এতো ছুটাছুটি করার সুযোগ নেই। তাই বলে কেউ থেমে নেই। প্রতিটি সপ্তাহীক ছুটির দিনে ঘুরে বেড়াই অস্ট্রেলিয়ার ছবির মত সুন্দর বিভিন্ন পর্বত, সমুদ্র আর অরন্যে। সপ্তাহ ব্যাপি ক্যাম্পিং করতে না পারলেও সপ্তাহের এক-দুই দিন ঠিকই ক্যাম্পিং করে আসি। কিন্তু এতো কিছুর পরেও এই সময় সবার মনই আচ্ছন্ন করে থাকে নিজ দেশ, দেশের মানুষ আর ফেলে আসা সৃতি।