12 November 2016

পরবাসে বাঙালী মন









অস্ট্রেলিয়া এবং বাংলাদেশে ঋতুচক্র ঠিক বিপরীত। এখানে শুরু হয়েছে গ্রীষ্মের দাবদাহ আর বাংলাদেশে শীত। গ্রীষ্ম মানে এখানে ঘুরাঘুরির আর অলস সময় কাটাবার দিন। এই সময়ে প্রায় সবাই বেরিয়ে পড়ে ভ্রমনে। কেউ যাচ্ছে প্যারিসে, কেউ যাচ্ছে বালিতে। কেউ যাচ্ছে পর্বতে, কেউ যাচ্ছে সমুদ্রে। কেউ যাচ্ছে ক্যাম্পিংয়ে, কেউ যাচ্ছে রিসর্টে।


আমরা যারা পড়াশুনা করবো বলে কিছু দিনের জন্য এখানে এসেছি, তাদের এতো ছুটাছুটি করার সুযোগ নেই। তাই বলে কেউ থেমে নেই। প্রতিটি সপ্তাহীক ছুটির দিনে ঘুরে বেড়াই অস্ট্রেলিয়ার ছবির মত সুন্দর বিভিন্ন পর্বত, সমুদ্র আর অরন্যে। সপ্তাহ ব্যাপি ক্যাম্পিং করতে না পারলেও সপ্তাহের এক-দুই দিন ঠিকই ক্যাম্পিং করে আসি। কিন্তু এতো কিছুর পরেও এই সময় সবার মনই আচ্ছন্ন করে থাকে নিজ দেশ, দেশের মানুষ আর ফেলে আসা সৃতি।

01 November 2016

কিউইউটিবিএ বনভোজন : ব্রিসবেনে একখণ্ড বাংলাদেশ










যান্ত্রিক জীবনের একঘেয়েমি থেকে বাঁচতে মন চায় একটুখানি শান্তির পরশ। বনভোজন সেই জাদুর কাঁঠি যার পরশে ভুলা যায় ব্যস্ত জীবনের ক্লান্তি।

বছরের এই সময়টায় অস্ট্রেলিয়ায় জমে উঠে বনভোজন ঘুরাঘুরি। কিউ ইউ টি বাংলাদেশ এসোসিয়সশন উদ্যোগে গত ৩০ অক্টোবর হয়ে গেল বার্ষিক বনভোজন ও সমুদ্র ভ্রমণ। এবার বনভোজনের আয়োজন হয়েছে ব্রিসবেনের অদূরে সাগর আর পর্বতে আচ্ছাদিত প্রাকৃতিক নয়নাভিরাম কিংস বিচে। দিনব্যাপী এ বনভোজন ও সমুদ্র ভ্রমণ অনুষ্ঠিত হয়।

সবুজ পর্বত আর টলটলে নীল সাগর এই বনভোজনের আনন্দকে বাড়িয়ে দিয়েছে অনেক। পর্বতের গায়ে গজিয়ে ওঠা ঝোপঝাড়। মাটি ছেয়ে আছে সবুজ ঘাস আর বিভিন্ন লতা গুল্মে, যেন যত্ন করে ছড়িয়ে দেয়া দামি কার্পেট। এখানে-সেখানে ফুটে আছে নাম না জানা বাহারি জংলি ফুল। সাগরের পূর্ব তীরে হলুদ বুনোফুল আর রঙিনপাখা প্রজাপতির ছাড়াছড়ি। বেড়ানোর জন্য চমৎকার একটি জায়গাটা। বহুদিন পর বন্ধুবান্দব আর পরিবার নিয়ে আড্ডায় হারিয়ে যায় সবাই।

26 September 2016

Dempster–Shafer theory

A post is coming on Dempster–Shafer theory. Until then, see the following link to have the basics:

https://en.wikipedia.org/wiki/Dempster%E2%80%93Shafer_theory

15 September 2016

মায়াবিনী বসন্ত কোকিল








সবুজ বন ধরে মনের সীমানা পেরিয়ে
হারাতে হারাতে হঠাৎ দেখি তারে।
সে এক মায়াবিনী বসন্ত কোকিল
ডেকে যায় আম, জাম, কাঁঠালের বনে।

রিনঝিন রিনঝিন বাজে তার নূপুরের ধ্বনী
এ সবুজ বন পথে হেঁটে যায়, কান পেতে শুনি।

হাঁসি তার কলকলে বয়ে চলা আষাঢ়ের নদী
দু’কূল প্লাবিত করে, জাগায় এ উষর ভূমি।
রূপ তার ভরা-পূর্ণিমার চাঁদ
স্নিগ্ধ আভায় দীগন্ত জুড়ায়।
চোখে তার বিদ্যুৎ খেলে, আবেশ করে মন
চেয়ে থাকি, হারাই দিশা, ভুলে যাই ক্ষন।

29 August 2016

সুখী হওয়ার তিন তরীকা

১. সীমাবদ্ধতাকে সহজে গ্রহণ করুনঃ নির্দিষ্ট কোন সীমাবদ্ধতার কারনে আমরা যা করতে পারি না, তার চেয়ে অনেক বেশি জিনিস আছে যা আমরা করতে পারি। আপনি হয়তো গণিতে ভাল নয়। অল্প কিছু কাজ বাদ দিলে, অধিকাংশ কাজে গণিতে জাহাজ না হয়েও আপনি সফলতার স্বর্ণশীখরে আরোহণ করতে পারবেন। আপনি হয়তো ইংরেজিতে ভাল নয়, কোন সমস্যা নাই। সফল হতে হলে ইংরেজির পন্ডিত হতে হবে এমন কোন কথা নাই। চাইনীজদের দেখুন, অধিংশ চাইনীজ ইয়েস, নো এবং ভেরিগুডের চেয়ে বেশি কিছু জানে না। তাই বলে কি তারা থেমে আছে? আমি বলছি না এসব জানলে কোন লাভ নেই। আমি বলছি, না জানার কারনে হতাস হওয়ার কোন কারণ নেই। সীমাবদ্ধতার কারণে আপনার কোন সমস্যা হবে না, এমন দাবিও আমি করছি না। আমি শুধু বলছি, সীমাবদ্ধতা আপনাকে দমিয়ে রাখতে পারবে না।

26 August 2016

আমাদের স্কুল শিক্ষা

"বাবা বলে ছেলে নাম করবে
সারা পৃথিবী তাকে মনে রাখবে।
শুধু এই কথা কেউ জানে না
আগামী দিনের ঠিকানা।।"

গ্রামের সেই মোখলেস, যাকে সবাই বলতো হোপলেস, সেই হয়ে গেল অসামান্য কোন ব্যাক্তিত্ব। আর সেই আঁতেল ছেলেটা যাকে সবাই মনে করতো একদিন ঠিক বিদ্যাসাগর হবে, সে হয়ে গেল আমড়া কাঠের ঢেঁকি। অথবা সেই স্মার্ট ডুড, যার ঠেলায় ক্লাসে টেকা যেত না, সে হয়ে আছে ক্যারানি।

সত্যিই আমরা কেউ জানিনা ভবিশ্যতে কি হবে। আজ হতে দশ বছর পরে এই পৃথিবী দেখতে কেমন হবে তা কেউই বলতে পারে না। সেই অনিশ্চিত পৃথিবীর জন্য প্রস্তুত হতে আমরা স্কুল শিক্ষা গ্রহন করি, এবং শিক্ষা নিয়ে আমাদের এত আগ্রহ। শিক্ষার কাজ হচ্ছে আমাদের ভবিশ্যতের অনিশ্চয়তা দূর করা। যে জিনিশগুলো আমাদের মনের খুব গভীরে দাগ কাটে তার মধ্যে শিক্ষা অন্যতম। কিন্তু আমাদের স্কুল শিক্ষা কি সত্যিই ভবিশ্যতের অনিশ্চয়তা দূর করছে? 

22 August 2016

A Brief Guide to Dhaka City

Dhaka, the capital of Bangladesh, is the most densely populated city in Bangladesh and one of the largest metropolises in South Asia. It covers a population of 17 million people. It offers splendid examples of contemporary architecture.   Modern Dhaka is the center of political, cultural and economic life in Bangladesh.

In the ancient time, Dhaka was flourished in trade and culture. Specifically, it was the hub of the worldwide muslin and silk trade. It was also described as the Venice of the East. The city was home to various Eurasian merchant groups. At that time, Dhaka was regarded as one of the wealthiest and most prosperous cities in the world.

19 August 2016

কেন মনে হয় ‘শুধু আমরাই ঠিক’?

আজকের আম্পায়ার একটা হারামজাদা। মুশফিকের এলটবিটা মোটেও হয় নাই, তাও আউট দিছে। কিন্তু গত কালকের আম্পায়ার, যে তামিমের ক্যাচ-এন্ড-বোল্ডের সময় নো-বল দিছে, সে মোটেও আমাদের কাছে হারামজাদা নয়। সে হারামজাদা ছিল ইন্ডিয়ানদের কাছে। আমাদের কাছে কেন এমন মনে হয়? কেন গত কালকের আম্পায়ারকে আমাদের কাছে হারামজাদা মনে হয় না?

এটি গড়ে উঠেছে মিলিয়ন বছর ধরে মানুষের সার্ভাইবাল মেকানিজম হিসেবে। আমাদের (মানুষের) রায়/সিদ্ধান্ত/বিবেচনা অনেকাংশেই নীর্ভর করে আমাদের মাইন্ডসেটের উপর।

30 June 2016

ছাতারপাইয়া উচ্চ বিদ্যালয়ঃ সবুজে ঘেরা প্রকৃতির কোলে এক আলোকিত শিক্ষালয়









সবুজ আর মায়াবী ছায়ায় ঢেকে আছে প্রকৃতি। গ্রামের পথ বয়ে গেছে বহুদূর। বিস্তীর্ণ এলাকা জুড়ে ধান, পাট, শরিষা, আরো কত ফসলের মাঠ। এরি মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ছাতারপাইয়া উচ্চ বিদ্যালয়।  বিদ্যালয়টির পরিবেশ আর শিক্ষক-শিক্ষিকারাই একে করেছেন আর দশটি বিদ্যালয় থেকে স্বতন্র। সবুজে আচ্ছাদিত এই বিদ্যালয়ের সম্মুখে রয়েছে সুবিশাল দিঘী। বর্ষা এলেই কানায় কানায় ভরে উঠে। গ্রামের শান্ত পরিবেশ আর প্রাকৃতিক সৌন্দর্য শিক্ষার্থীদের মননিবেশের পরম সহায়ক। এখানে ফাগুন এলেই ফুল ফুটে, পাখী গায়। বসন্তে পত্র ঝরে, প্রজাপতি পাখা মেলে। শীতের হিমেল হাওয়ায় শীর লাগে গায়ে। নবান্নে পিঠে খাওয়ার ধুম। স্কুল মাঠে কখনো বসে মেলা। ছোটছোট ছেলেমেয়ের ছুটোছুটি, চরকা চলে ঐ। এমন এক স্বপ্নময় পরিবেশেই এখানে বড় হয় আগামীর প্রজন্ম। মেধা আর মননে বিকশীত নিবেদিত প্রাণ শিক্ষকরা নিরলস করে যাচ্ছেন জ্ঞানের বিতরণ। বাবার স্নেহে আর মায়ের মততায় গড়ে চলেছেন শিক্ষার্থীদের ভবিশ্যৎ।

15 June 2016

লিঙ্গবাদ বাঙালীর মজ্জাগত



ছোট বেলা থেকে দেখে আসছি আমার নানা রেগে গেলে প্রায়ই বলেন, ‘মূর্খের সাথে আমি স্বর্গেও যেতে রাজি নই’। শরৎচন্দ্র-বঙ্কিমচন্দ্রের সব উপন্নাস উনার মুখস্ত। এই বয়সেও ঐসব উপন্নাস থেকে কোট করে আমাদের শুনান। উনার ধারণা মানুষ শিক্ষিত হলে মনে বড় হয়। সাধারণ আর দশজন থেকে উন্নত চিন্তা করে। শিক্ষিত মানুষ বর্ণবাদি হতে পারে না, লিঙ্গবাদী হতে পারে না। উনার কাছ থেকে শুনে শুনে আমিও বিশ্বাস করতে শুরু করি, শিক্ষা মানুষকে মনে বড় করে। শিক্ষার প্রতি একটা প্রবল আগ্রহ তৈরি হয়। স্বপ্ন দেখি, বড় হয়ে শিক্ষক হব। মানুষের মাঝে শিক্ষার আলো বিতরণ করব। একসময় শিক্ষকও হই। কিন্তু যত বড় হতে থাকি আমার ধারণা পাল্টাতে থাকে।

24 May 2016

গুগল সার্চ (সার্চ ইঞ্জিন) কেমনে কাজ করে?


কয়দিন আগে বাড়িতে গেছিলাম ছুটিতে। এলাকার এক ছোট ভাইয়ের পড়াশুনার খোজ খবর নিচ্ছিলাম। পড়ে ক্লাস নাইনে। কথায় কথায় এক সময় জিজ্ঞেস করল, ভাই গুগল সার্চ (সার্চ ইঞ্জিন) কেমনে কাজ করে?
পড়লাম ঝামেলার মধ্যে। সার্চ ইঞ্জিনের ডিটেইল ব্যাপারটা মোটামুটি ভালই কমপ্লেক্স। সেটা বলতে গেলে হয়তো বুঝবে না। মনে মনে বলবে--দূর ভাই কিছুই জানে না, আমারে নয় ছয় একটা বুঝ দিছে। চিন্তা করলাম একটা উদাহরণ দিয়ে বুঝানো যায় কিনা। বললাম-
- দাঁড়াও বুঝাইতেছি। আগে বল, বইয়ের ইন্ডেক্স কি জিনিস সেটা জানো?

19 May 2016

বিদেশে উচ্চ শিক্ষা

আমি হায়ার স্টাডিতে এপ্লাই করার আগে নেট থেকে কিছু তথ্য সংগ্রহ করেছিলাম যা সে সময় আমার খুব কাজে লেগেছিল। এখানে আমি তার একটা সূচী এবং তথ্য সূত্র দিচ্ছি, হয়ত আরও অনেকের কাজে লাগবে।
1. বিদেশী বিশ্ববিদ্যালয় গুলোতে উচ্চশিক্ষা, বৃত্তি/স্কলারশীপ এবং (প্রস্তুতি পর্ব)
1.1. শুরু বা পরিকল্পনা পর্যায়
1.1.1. সময়
1.1.2. তথ্য সংগ্রহ
1.1.3. তথ্য সাজানো
1.1.4. কাগজ পত্র তৈরী
1.1.4.1. ট্রান্সক্রিপ্ট

06 May 2016

Software Projects

আমরা এখন নিচের প্রোজেক্টগুলো নিয়ে কাজ করছি:
১. বাংলা স্পেল চেকার
২. বাংলা নিউজ/ডকুমেন্ট ক্লাস্টারিং
৩. বাংলা নিউজ/ডকুমেন্ট ক্লাসিফিকেশন
৪. বাংলা নিউজ/ডকুমেন্ট সার্চ
৫. বাংলা নিউজ/ডকুমেন্ট ক্রলার

Research Interests

My research area is data mining in general, and my research interests include the following:

  1. Ontology Learning
    • Personalised Ontology Learning
    • Automatic and Semi-automatic Ontology Learning
    • Domain Ontology Learning
    • Ontology Enrichment
  2. Text Data Mining
    • Pattern Mining
      • Text Pattern Interpretation (e.g. annotation and visualisation)
    • Topic Modelling
      • Topic Model Interpretation (e.g. labeling and visualisation)
    • Classification
    • Clustering
    • Document Summarisation
    • User Information Needs
    • Recommendation System
  3. Knowledge Discovery and Data Mining
  4. Information Filtering
  5. Information Retrieval
  6. Search Engine
  7. Machine Learning
  8. Deep Learning

11 March 2016

IELTS Sample Questions: Speaking Task1

In the IELTS Speaking Module, part 1, the examiner will ask personal questions about you, your family, your work, your interest, your education or other familiar topics. A categorized list of such topics and questions is given below. You can use these sample questions to rehearse for the IELTS speaking module, part 1, of the oral interview. Make sure you can speak correctly, clearly, and with ease and confidence in response to each question. Remember to make your answer interesting by providing more than the most basic information. Some of these sample questions appear most of the IELTS exams, so review them well. Make an IELTS speaking preparation notebook and write down the answers of the questions provided here:

YOU
o   Describe yourself.
o   What do you do?
o   What do you do in your leisure time?
o   Where do you see yourself in the next 5 years?
o   Describe your educational background.
o   Describe the place where you come from.